শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল।
শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কীভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে ৩ সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয় এসবির পক্ষ থেকে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কিনা তা জানা নেই।”
তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন। তাদের প্রতিবেদনে আরও কারও অবহেলার বিষয়টি এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আব্দুল হামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে জেলা ডিএসবির আবেদনের বিষয়টি আমার জানা নেই।”
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনভোগান্তি বিবেচনায় কর্মসূচি দেওয়া উচিৎ। দাবি আদায়ের অন্য পন্থাও আছে।”
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দাবি-দাওয়ার বিষয়ে যে আন্দোলন, সেটি রাস্তার ওপর করলে জনদুর্ভোগ হয়। এ বিষয়টি মাথায় রাখা আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে অন্য কোনো জায়গায় করলে ভালো হয়। গতকাল (শুক্রবার) যমুনার সামনে করা আন্দোলনকারীদের বলার পর তারা শাহবাগে গেছেন। সেখানেও দুর্ভোগ হচ্ছে তবে তারা ইমারজেন্সিগুলো দেখছেন।”
(ঢাকাটাইমস/১০মে/এসএস/এফএ)

মন্তব্য করুন