অপহৃত সাবেক পিপিকে উদ্ধার করল পুলিশ, অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহৃত সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) দীলিপ কুমার মল্লিককে (৬৫) উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অপহরণের ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাসুম সরদার এসব তথ্য জানান।
তিনি জানান, গত ৬ মে মুগদা মেডিকেল এলাকা থেকে অপহরণের শিকার হয়েছিলেন সাবেক প্রসিকিউটর দীলিপ কুমার মল্লিক। এ ঘটনায় তার ছেলে দীপ্ত মল্লিক যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির সূত্র ধরে ওয়ারী বিভাগের ডিসি হারুন-অর-রশিদের নির্দেশে বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করি।
তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি, দীলিপ কুমার মল্লিককে অপহরণ করে তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এছাড়া অপহরণকারীরা ভিকটিমকে মারধর করে এবং টাকা না পেলে তাকে হত্যার হুমকি দেয়। পরে ভুক্তভোগীর স্ত্রী নানা উপায়ে এক লাখ টাকা সংগ্রহ করে অপহরণকারীদের দেন।
পরবর্তীতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তির সাহায্যে শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত উদ্ধারসহ অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় হওয়া মামলা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১০মে/এলএম/এমআর)

মন্তব্য করুন