ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৫, ১৪:১৯
অ- অ+

প্রকৌশলী পেশাজীবীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের তিন কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত

হয়েছে।

শনিবার দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সংষর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এবং পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) যাক্কার।

জানা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আগে থেকে বার্ষিক সাধারণ সভা বা এজিএমের অনুমতি নিয়েছিল রেজাউল করিম গ্রুপ। নির্দিষ্ট সময়ে তারা অনুষ্ঠান শুরু করলে সেখানে অতর্কিত হামলা চালায় প্রকৌশলী কাইয়ুমের অনুসারীরা। তারা পুলিশ ও এজিএমে অংশ নেওয়া ব্যক্তিদের টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করে। সেখানে বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরিস্থিতি বেশি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সেখানে লাঠিচার্জ শুরু করে। পরে হামলাকারী গ্রুপ ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে এই ঘটনার পর পুনরায় এজিএম শুরু হয়েছে।

ধানমন্ডি জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “এজিএম চলাকালে অতর্কিত হামলায় পুলিশসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে হামলাকারীদের ছত্রভঙ্গ করা হয়।”

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “তাদের অতর্কিত হামলায় আমরা ৫-৬জন আহত হয়েছি। আমার বুকে একাধিক ইট লেগেছে। তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রেখেছে।”

(ঢাকাটাইমস/১০মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা