পটুয়াখালীর বগা সেতু দ্রুত বাস্তবায়নে রাজধানীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৫, ২১:০৭
অ- অ+

পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীর ওপরে বগা সেতু বাস্তবায়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে 'বগা সেতু বাস্তবায়ন পরিষদ'।

আজ শনিবার (১০ মে) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। গা সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকাস্থ বাউফল, দশমিনা, গলাচিপা ও দুমকি উপজেলার বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, 'দক্ষিণাঞ্চলের বাউফল, দশমিনা ও গলাচিপার প্রায় ২০ লাখ মানুষ বগা সেতু না থাকার কারণে দুর্বিষহ জীবন পার করছে। এই অঞ্চলের স্বল্প আয়ের মানুষেরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ।এছাড়া ব্যবসা-বাণিজ্যেও নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এই অঞ্চলের হতভাগ্য মানুষজন।'

বারবার উদ্যোগ নেয়ার পরও একটি রাজনৈতিক অসাধু চক্রের কারণে এই সেতু বাস্তবায়ন হয়নি বলে অভিযৈাগ করে মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, আমরা এবার স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্ব এই সেতুর কার্যক্রম শুরু করতে হবে। আর কোনো টালবাহানা চলবে না।'

সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষকে দ্রুত বগা সেতু বাস্তবায়নের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এই যুগ্ম আহ্বায়ক হুঁশিয়ারি করেন, ২০ লাখ মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত বগা সেতুর কার্যক্রম শুরু না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাউফল, দুমকি, দশমিনা ও গলাচিপার ২০ লক্ষাধিক মানুষের এখন প্রাণের দাবি বগা সেতু দ্রুত বাস্তবায়ন। এই চার উপজেলার মানুষের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে লোহালিয়া নদীতে বগা ফেরি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ঢাকা থেকে গাড়িযোগে বগা যেতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা। বগার ফেরির কারণে মাত্র ১৫ কিলোমিটার যেতে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, জিয়া পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান আনিস। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মারুফ আল মুজাহিদ।

(ঢাকাটাইমস/১০মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা