ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
আজ শনিবার (১০ মে) ভৈরব শহরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী নিরাপদ খাদ্য অভিযান পরিচালনা করা হয়।
নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।
অভিযানে ভৈরব উপজেলায় অবস্থিত ক্যাপিটাল ফুডসকে মোড়কে অগ্রিম তারিখ প্রদান এবং অননুমোদিত মিল্ক ব্রেড উৎপাদনের দায়ে ২ লাখ টাকা, ইয়াকুব এন্ড মাহবুব ফুড প্রোডাক্টসকে পচা মরিচ দিয়ে মরিচের গুঁড়া তৈরি এবং মরিচের গুঁড়ায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা, রহিম বেকারির তৈরি কেকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেন।
এছাড়া বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়। উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন ভৈরব থানা পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যাট আরিফুল ইসলাম জানান, ৩ টি প্রতিষ্ঠানে মানুষের খাদ্য ভেজাল উপায়ে তৈরির দায়ে ৫ লাখ। টাকা জরিমানা আদায় করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০মে/মোআ)

মন্তব্য করুন