পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!

স্পোর্টস ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৫, ১০:৪৬| আপডেট : ০৯ মে ২০২৫, ১০:৫১
অ- অ+

কাশ্মীরের পেহেলগামে হামলায় পর্যটক নিহতের জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে পাকিস্তানের সেনা সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। নিরাপত্তা শঙ্কায় পিএসএলের রাওয়ালপিন্ডির ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে।

এ অবস্থায় বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়েও জেগেছে বড় ধরনের সংশয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পিএসএল খেলতে যাওয়া ওই দুই জাতীয় ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখছে।

দুই ক্রিকেটারের দেশে ফেরার বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবছে বিসিবি। তবে পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় তাদের ফেরাতে জটিলতা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে চার্টার্ড ফ্লাইটের চিন্তা করছে বিসিবি।

দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে পিএসএল কভার করতে যাওয়া এক সাংবাদিক বলেন, “বিসিবি আপ্রাণ চেষ্টা করছে রিশাদ ও নাহিদ রানাকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানোর। পিসিবির সঙ্গে সেভাবে কথাও চলছে। সব ঠিকঠাক হলে দুই ক্রিকেটারকে চার্টার্ড ফ্লাইটেই দেশে ফিরিয়ে আনা হবে।”

পরপর দুদিন বিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তার ব্যাপারে বোর্ড সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফোনে ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন। পিসিবির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বোর্ড।

(ঢাকাটাইমস/০৯মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা