বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৫, ১২:৩১
অ- অ+

রাজধানীর বনশ্রী থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শামীম খান (৩০)।

বৃহস্পতিবার রাতে বনশ্রী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, ২০১৪ সালে গ্রেপ্তার শামীম খান (৩০) শুকুর আলী (১২) নামের এক শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেন। কিন্তু মুক্তিপণ না পেয়ে ভিকটিমকে হত্যার পর লাশ গুম করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা ফারুক বাদী হয়ে কেন্দুয়া থানায় এজাহার দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারক শামীম খানকে (৩০) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এ মামলায় গ্রেপ্তার হয়ে আসামি কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগারে আটক ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি মো. শামীম খান (৩০) জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন।

এ ঘটনায় কাশিমপুর কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানায় এজাহার দায়ের করেন। অবশেষে এটিইউএর সদস্যরা বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/৯মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা