নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ০৯ মে ২০২৫, ২০:৩০
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে একটি গ্রামের দুই গোত্রের মধ্যে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত আক্কেল আলী ওই গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বারের গোষ্ঠী ও আলী আজগরের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত বছরের ৬ নভেম্বর আলী আজগরের পক্ষের সিদ্দিক মোল্লা নিহত হন। এরপর গত ২১ এপ্রিল সালাম মেম্বারের পক্ষের জোহরালী মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ দুই ঘটনায় হত্যা ও লুটপাটের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে আজ শুক্রবার দুপুরে পূর্বঘটনার জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আলী আজগরের পক্ষের আক্কেল আলী মারা যান। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

স্থানীয়দের তথ্যমতে, গত ছয় মাসে সোনাতোলা গ্রামে গোষ্ঠীগত সংঘর্ষে আক্কেল আলীসহ মোট তিনজন নিহত হন।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক বলেন, আগের ঘটনার জের ধরেই আজকের সংঘর্ষ হয়।

(ঢাকাটাইমস/৯মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা