ছদ্মবেশে শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ সংগ্রহ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৫, ২০:৫০
অ- অ+

দুর্নীতির অভিযোগ পেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) শেরপুর সার্কেল অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অসাধুতা, দালালের দৌরাত্ম্য ও অনিয়মিত পদ্ধতিতে ফিটনেস সার্টিফিকেট ইস্যুর প্রমাণ সংগ্রহ করেন তারা।

আজ বুধবার (৭ মে) বিকেলে দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অসাধুতা, দালালদের দৌরাত্ম্য ও অনিয়মিত পদ্ধতিতে ফিটনেস সার্টিফিকেট ইস্যুর প্রমাণ সংগ্রহ করেন। এ সময় বিআরটিএ কার্যালয়ের কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধেও অনিয়মে জড়িত থাকার অভিযোগ পান তারা।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, বিআরটিএ শেরপুর অফিসে দালালের দৌরাত্ম্য ও লাইসেন্সপ্রাপ্তিতে হয়রানির অভিযোগ পেয়েছি। লাইসেন্স পাওয়ার জন্য যারা অতিরিক্ত টাকা দেন না, তাদের হয়রানি করা হয় এই অফিসে। আর যারা দালালের মাধ্যমে টাকা দেন তাদের কাজ দ্রুত করে দেওয়া হয়।

একজন সেবাগ্রহীতার কাছ থেকে দালাল লাইসেন্স করে দেওয়ার জন্য টাকা নিয়েছেন- এই অভিযোগ পেয়ে অভিযানে এসেছেন জানিয়ে কামরুজ্জামান আরও বলেন, আমরা ছদ্মবেশে তার সাথে কথা বলে আজকে বিআরটিএ অফিসে এসেছিলাম। দালালদের সাথে অফিসের কিছু স্টাফের যোগাযোগের বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছি আমরা।

অভিযানকালে দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক আতিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের সংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা