রাজবাড়ীর গণধর্ষণ মামলার আসামী ফরিদপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ১১:৪৪
অ- অ+

রাজবাড়ী সদর থানার এক গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মো. রাজা (২৭)–কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বৃহস্পতিবার রাতে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গজারিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার সকালে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গত ২৮ মে সন্ধ্যায় আসামী রাজা ও রিয়াজ নামের আরেক আসামি ভিকটিম (২২) ও তার বান্ধবীকে মোটরসাইকেলে করে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। রাতের খাবার শেষে ফেরার পথে রাজবাড়ী সদর থানাধীন মোহাম্মদপুর গ্রামের একটি কলাবাগানে নিয়ে গিয়ে ভিকটিমকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার পরদিন ভিকটিম নিজেই রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০ আসামিকে ধরতে গোয়েন্দা তৎপরতা চালায় এবং বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে রাজাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরা ঘনবসতি এলাকায় বিমান বাহিনীর মহড়া উচিত হয়নি: আব্দুস সালাম পিন্টু
ভুল ট্রেনে উঠা নারীকে ধর্ষণের ঘটনায় ৩ আসামির স্বীকারোক্তি
মাধবপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
গুলশানে সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজি, মামলার এজাহারে যা আছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা