বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি অভিজাত হলরুমে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা আগমন করলে আনকোনা প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। তারপরে সিলেট মাদারীপুর কুমিল্লা ব্রাম্মণবাড়িয়াসহ বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফকরুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটির সভাপতি নতুন ব্যাজ ও পরিচয় কার্ড পরিয়ে দেন এবং সাধারণ সম্পাদক প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানে আনকোনা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করেন ও উপস্থিত সকলের নিকট পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শাহ মো. তাইফুর রহমান ছোটন।
দ্বিতীয় পর্বে আনকোনা শাখা কমিটির নবনির্বাচিত সভাপতি মহাব্বাত হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও সহ সভাপতি শাহীন ফকিরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কেন্দ্রীয় কমিটির সভাপতি উদ্দিন শামীম।আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আনকোনা শহরের মেয়র দানিয়েলে সিলভেত্তি ও আনকোনা শহরের কাউন্সিলর দে আন্জেলিস।
অনুষ্ঠানে নতুন কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির উপদেষ্টা শাহ মো. তাইফুর রহমান ছোটন, সহ-সভাপতি হাসাদুর রহমান হান্নান, লায়লা শাহ, শাহীন খলিল কাউসার, জিয়াউল হোসেন জিয়া, সংগঠনের নাপলি সরকার সভাপতি হাজী কবির মোড়ল প্রমুখ।
(ঢাকা টাইমস/০৯মে/এসএ)

মন্তব্য করুন