এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে হামলার আশংকায় এক সপ্তাহের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঠারোতম আসর স্থগিত করেছে বিসিসিআই।
আজ (শুক্রবার) জরুরি এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।
টুর্নামেন্ট স্থগিত হওয়ার খবর আসে বৃহস্পতিবার পাঞ্জাব কিংস (পিবিকেএস) ও দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত হওয়ার পর। আজ আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়।
ওই ম্যাচের প্রথম ইনিংস চলছিল যখন, তখনই খেলা বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পরপরই জানা যায়, ধর্মশালার বিমানবন্দরসহ আশেপাশের অঞ্চলের সব বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে।
এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত আসা পর্যন্ত স্থগিত থাকবে আইপিএল। টুর্নামেন্টের বাকি সূচি ও ভেন্যু নতুন করে পর্যালোচনার পর ঘোষণা করা হবে। এখন পর্যন্ত চলতি মৌসুমে গ্রুপ পর্বের ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । প্লে অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ।
ভারত-পাকিস্তানের চলমান এই সঙ্কট, দুই প্রতিবেশি রাষ্ট্রের আক্রমণ-পাল্টা আক্রমণের কারণে নিরাপত্তা ঝুঁকিতে আছেন আইপিএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররাও। বিসিসিআই জানিয়েছে, সব বিদেশি ক্রিকেটারকেই তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট স্থগিতের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই।
(ঢাকাটাইমস/০৯মে/এলকে)

মন্তব্য করুন