ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ হবে না!

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ মে ২০২৫, ২০:০৫
অ- অ+

আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে ও টিটোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। তবে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সফরটি বাতিল হয়ে যেতে পারে। একই পরিণতি হতে পারে আগামী সেপ্টেম্বর নির্ধারিত এশিয়া কাপও। এই সময়ে আয়োজিত হতে পারে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো।

বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে ভারতের কিক্রেট বোর্ড (বিসিসিআই) নেতিবাচক অবস্থান নিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ধর্মশালায় আকস্মিক খেলা বন্ধের পর পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়েরা স্তম্ভিত অবস্থায় ছিলেন। আজ ভোরে তারা ধর্মশালা ছেড়ে যান। এমন পরিস্থিতিতে এবারের আসরে আইপিএলের বাকি ১৬ ম্যাচ পিছিয়ে যেতে পারে কয়েক মাস।

সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এরপর ভারত ক্রিকেট দল ইংল্যান্ডে রওনা হবে জুনের প্রথম সপ্তাহে। সেখানে পাঁচ টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর ছিল বাংলাদেশে। এখন আইপিএলের বাকি ম্যাচ আয়োজনের জন্য সময় বের করতে হলে বাংলাদেশ সফরের সময়ের ওপর নজর দিতে হবে।

টাইমস অব ইন্ডিয়া খবরে বলা হয়, যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষ হয়ে যায়, তবু এই সফর ও এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবে নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না।

ভারত ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের লক্ষ্য হলো সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদ ও আতঙ্কমুক্ত রাখা, বিশেষ করে বৃহস্পতিবার রাতে ধর্মশালার ঘটনার পর।

বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাবদিল্লি ম্যাচের সময়ের ঘটনায় ক্রিকেটাররা অস্বস্তির মধ্যে আছেন। এদিন ম্যাচের মাঝপথে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। পরে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানায়, ওই একই সময়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালায় পাকিস্তান।

গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঞটনার জেরে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতে। চিরবৈরী দেশ দুটির পাল্টাপাল্টি হামলার জেরে আইপিএলের ১৮তম আসর স্থগিত করা হয়েছে।

ভারতের ক্রিকেট বোর্ড জানায়, এই স্থগিতাদেশ এক সপ্তাহের জন্য। তবে শিগগির এই ফ্র্যাঞ্চাইজি টিটোয়েন্টি টুর্নামেন্টটি চালুর সম্ভাবনা ক্ষীণ।

(ঢাকাটাইমস/৯মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা