সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ১৫:৩৮
অ- অ+

গণহত্যার বিচার না হওয়া পর‌্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এবার সাইবার স্পেসেও নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের সব কার্যক্রম।

রোববার (১১ মে) সামাজিক যোগাযোগামধ্যমে পোস্ট দিয়ে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। দেশে প্রকাশ্যে আসতে না পারলেও দলটি সাইবার স্পেস ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল। গতকাল উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

উপদেষ্টা আসিফ তার ফেসবুকে লিখেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে ফ্যাসিবাদবিরোধী তীব্র আন্দোলনের মুখে গতকাল শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসে। বৈঠক শেষে আিইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। এবার সাইবার স্পেস ব্যবহারেও দলটির ওপর নিষেধ্জ্ঞার কথা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

(ঢাকাটাইমস/১১মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব
‘আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট’, গ্রেপ্তারের পর পুলিশকে যে ভয়ের কথা বললেন তৌহিদ আফ্রিদি
হবিগঞ্জে অনুমতি ছাড়া দাঁড়ি রাখায় তিন কনস্টেবলকে শাস্তি
ট্রাক চালকের আসনের নিচে লুকানো ছিল ১৮ হাজার পিস ইয়াবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা