যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ১৬:৫৮| আপডেট : ১১ মে ২০২৫, ১৭:১৬
অ- অ+

যশোরের ঝিকরগাছা উপজেলায় বাজার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আশা (৩৫) নামে এক কর্মী নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার বিকালে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আশা উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকালে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মইদুল। মিছিলটি জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লব নামে এক নেতার নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্রের ব্যবহারে গুরুতর আহত হন আশা ও মইদুল।

গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখানে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ছুটিপুর বাজার দখল করাকে কেন্দ্র করে আশা গ্রুপ ও বিপ্লব গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আশা মারা গেছে আসার ভাই মইদুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে, বাকি আসামি আটকে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/১১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভ্রাম্যমাণ আদালতে বিচার কার মাধ্যমে হবে তার সুরাহা কেন জরুরি 
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা