বিএনপি সরকারে গেলে শিক্ষকদের জাতীয়করণ করা হবে: সেলিম ভূঁইয়া

আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের আর আন্দোলন করতে হবে না, তাদের জাতীয়করণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির চেয়ারম্যান ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির আয়োজনে আজ শনিবার (১০ মে) চট্টগ্রামের ষ্টেশন রোডে মোটেল সৈকতে সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে সমাবেশটি হয়।
সমাবেশের প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের মর্যাদায় অগ্রাধিকার দেবে। শিক্ষকদের সব ন্যায্য পাওনা আদায় করা হবে। শিক্ষকদের জাতীয়করণ করা হবে। এজন্য কোনো আন্দোলন করতে হবে না।’
অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মারা বিভিন্ন আড়ালে মগডালে বসে সুযোগ নিয়ে বসে আছে। তাদের তাড়িয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষকদের সজাগ থাকতে হবে।’
বাকশিস মহানগর সদস্য সচিব নাজিম উদ্দীন ও বাশিস উত্তর জেলার সদস্য সচিব মোবারক আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যা বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব অধ্যক্ষ জাকির হোসাইন।
আরো বক্তব্য দেন উপাধ্যক্ষ নুরুল আলম রাজু, অধ্যক্ষ এম এন ছাফা, বাশিস জেলা যুগ্ন আহবায়ক অধ্যাপক আবুল হোসেন ভুইয়া, মহানগর আহবায়ক অধ্যাপক শাহ আলম মজুমদার, যুগ্ন আহবায়ক মোঃ আইয়ুব, বাশিস মহানগর সহ সভাপতি অধ্যাপক হেদায়েত উল্লাহ, যুগ্ন আহবায়ক মো আবদুল হক, পারভিন সুলতানা, জিয়াউর রহমান মানিক, মোমিন হাজারী, সীতাকুণ্ড সভাপতি জাফর ছাদেক, এবিএম গোলাম নূর, হাটহাজারী আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন, ফটিকছড়ি আহবায়ক মোহাম্মদ নুরুন্নবী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলমগীর হোসেন, মোঃ রাহাত উল্লাহ।
উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আহবায়ক জামাল শাহ, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ খোরশেদুল আলম, আশিষ কুমার দে, এস এম ইকবাল রশিদ, নেসার উদ্দিন চৌধুরী, মুমিনুল ইসলাম, এস এম ওসমান গনি, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল হামিদ, মোঃ রাহাত উল্লাহ, তৌহিদুল ইসলাম, আতাউল করিম, জাফর উদ্দিন, রমেন মজুমদার, মোহাম্মদ আবু নাসের, আব্দুল গনি, মোহাম্মদ মহসিন আলী, মোহাম্মদ মাকসুদুর রহমান,সিরাজুল মোস্তফা, মোহাম্মদ ইসমাইল, প্রশান্ত দে, আবু মুসা,আব্দুল মালেক, কাজী হাবিবুর রহমান, মোহাম্মদ নাজমুল ইসলাম, ফজলুল করিম প্রমুখ।
(ঢাকাটাইমস/১০মে/মোআ)

মন্তব্য করুন