ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৫, ১৬:০৫
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় বিষধর সাপের কামড়ে আঁখি (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের যুগিয়া টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আঁখি উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তর পাড়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, আঁখি মেধাবী ছাত্রী ছিল। গতকাল রাতে আঁখি পড়তে বসে। এসময় পড়ার টেবিলে নিচে একটি বিষধর সাপ আঁখির পায়ে কামড় দিলে সে ব্যথা অনুভব করে। পরে রাতেই তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আঁখির মৃত্যু হয়।

স্থানীয় চার নম্বর ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান, আঁখির পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

(ঢাকা টাইমস/১০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
বেনাপোলে সোয়া ৯ লাখ টাকার জাল নোটসহ আটক ১
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় দেড় হাজার গ্রেপ্তার
ইউআইইউ শিক্ষার্থীদের অবরোধ, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা পুলিশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা