হবিগঞ্জে সমন্বয়কারীদের ওপর  হামলার অভিযোগে দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১০ মে ২০২৫, ২১:৪৮
অ- অ+

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ চারজনের ওপর হামলার ঘটনায় মো. নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজু নামে দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসে করে পালানোর সময় বাসের টিকিটসহ জনতা তাদের আটক করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত শুক্রবার হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহদী হাসানসহ চারজনের ওপর হামলার ঘটনা ঘটে। আহতাবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শেষে ফেরার পথে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় নার্সিং ইনস্টিটিউটের সামনে তাদের ওই চারজনের ওপর হামলা চালায় ৬-৭ জনের একটি দল।

আহত মাহদী হাসান হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আহত অপর তিনজন হলেন মো. রকি, অন্তর মিয়া ও সাইদুল।

ঘটনার পর ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদারের নেতৃত্বে শহরের টাউনহলের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হামলার ঘটনায় সদর থানায় ছয়-সাতজনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়।এরই ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।

(ঢাকাটাইমস/১০মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা