যুদ্ধবিরতি কার্যকর করল ভারত ও পাকিস্তান

হামলা-পাল্টা হামলার উত্তেজনার মধ্যেই ঘোষণাটা এল। যুদ্ধবিরতিতে রাজি হয়েছে চিরবৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান। নিজের এক্স হ্যান্ডেলে সুসংবাদটি প্রথম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। ইতিমধ্যে দুই দেশের স্থল-জল-আকাশ সব পথে হামলা থেমে গেছে বলে জানালেন ভারতের পরারাষ্ট্র সচিব। যুদ্ধবিরতিতে পাকিস্তানের সম্মতির কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শনিবার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক্সে দেওয়া এক পোস্টে জানান, অনেক আলোচনার পর ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।’ তাদের শুভবুদ্ধির জন্য অভিনন্দন তিনি।’
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরপর ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসাক দার বলেন, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সব সময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি। আজ বিকাল সাড়ে চারটা থেকে (পাকিস্তানের সময়) যু্দ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানান তিনি।
আর ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সেনা, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রেখেছে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, ‘পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএম) ভারতীয় সময় ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের আলোচনায় ভারতীয় সময় শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে উভয় পক্ষ সব ধরনের গুলি, গোলা বর্ষণ এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।’
এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার জন্য উভয় দেশের কর্তৃপক্ষ নিজ নিজ বাহিনীকে নির্দেশ দিয়েছে। এছাড়া এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য দুই ডিজিএম আগামী ১২ মে (সোমবার) দুপুর ১২টার দিকে টেলিফোনে কথা বলবেন বলে জানান মিশ্রি।
(ঢাকাটাইমস/১০মে/মোআ)

মন্তব্য করুন