যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৫, ২২:৫৪| আপডেট : ১০ মে ২০২৫, ২২:৫৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কয়েক ঘণ্টা পরই ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় শহরটির একটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট করা হয়।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজেই এক্স হ্যান্ডেলে দুটি পোস্ট করে এই খবর দিয়েছেন।

প্রথম পোস্টে তিনি লিখেছেন, ‘যুদ্ধবিরতির কী হলো এখনি? শ্রীনগরজুড়ে বিস্ফোরণ শোনা যাচ্ছে।’

দ্বিতীয়টিতে তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন ‘এটি কোনও যুদ্ধবিরতি নয়। শ্রীনগর শহরের মাঝে আকাশ প্রতিরক্ষা ইউনিট এখনি চালু হলো।’

শ্রীনগরের অনেক বাসিন্দা তাদের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে দাবি করেন, রাতের আকাশে আগত ড্রোনগুলোতে বিমান বিধ্বংসী বন্দুকের ট্রেসার ফায়ার দেখা যাচ্ছে এবং বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

নিরাপত্তা সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রাত ৯টা ৫২ মিনিটের দিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গোলাগুলি এবং শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি এক্সে একটি পোস্টে বলেছেন, ‘কচ্ছ জেলায় বেশ কয়েকটি ড্রোন দেখা গেছে। এখন সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হবে। দয়া করে নিরাপদে থাকুন, আতঙ্কিত হবেন না।’

(ঢাকাটাইমস/১০মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা