ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ০১:১৭| আপডেট : ১১ মে ২০২৫, ০১:২০
অ- অ+

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাঁশতলা, পেকপাড়া বাগানবাড়ি(১২ কিলোমিটার)সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ও টহলের ব্যবস্থা নিয়েছে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ান।

ভারতে গত শুক্রবার ওই সীমান্তে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করেছে।। এরই আবহে বাংলাদেশের সুনামগঞ্জ সীমান্তে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানান সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

জানা গেছে, ভারতীয় বিএসএফের দুই নম্বর ব্যাটালিয়ানের সীমান্ত এলাকায় কারফিউ জারি করায় সিলেট ৪৮ ব্যাটালিয়নের সঙ্গে সুনামগঞ্জের এলাকার মধ্যে ১২ কিলোমিটার (৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় মধ্যে)পড়েছে। এই ১২ কিলোমিটার দোয়ারা বাজার সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ও কোনোভাবেই ভারত থেকে অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে জেলার সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

এই সীমান্ত এলাকায় কোথাও কাঁটাতারের বেড়া নেই বলে জানান স্থানীয় বাসিন্দারা। এ সুযোগে ভারতীয় চিনি, পেয়াজ, মসলা, চকলেট, কসমেটিকস, মাদকসহ ভারতীয় মালামাল আসে। আর ভারতে যাচ্ছে ইলিশ মাছ, শিং মাছ, সুপারিসহ নানা দেশীয় পণ্য। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় পুশইন হচ্ছে। বাংলাদেশে পুশইন করার ঘটনা ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জেলার দোয়ারা বাজার সীমান্ত এলাকার বাঁশতলা, পেকপাড়া ও বাগানবাড়ি এলাকা ভারতের কারফিউর মধ্যে পড়েছে। এখন কবে নাগাদ শিথিল হবে তা বলা যাচ্ছে না। তাই এ উপজেলার ১২ কিলোমিটার সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা, সচেতনতা কার্যক্রম ও অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা