বৃষ্টিবলয় ঝংকার কি এসেই গেল, রাজধানীসহ সারা দেশে ছড়াচ্ছে বৃষ্টি

দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’। এটি ১২/১৩ মে শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তীব্র বজ্রবাহী এই আংশিক বৃষ্টিবলয় কি এসেই গেল? আজ দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে বজ্রপাত। ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ও কিশোরগঞ্জে তিনজন মারা গেছে বজ্রপাতে।
সন্ধ্যার পর রাজধানীতে জমজমিয়ে নামে বৃষ্টি। সারা দেশে এর বিস্তৃতি আরও বাড়তে পারে, আর তাতে তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বিকেলে সংবাদমাধ্যমকে জানান, আজ ময়মনসিংহ বিভাগের চার, সিলেট বিভাগের চার জেলা, কিশোরগঞ্জ, নরসিংদী, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়ে বৃষ্টি হয়েছে।
আজও দেশের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ ছিল। কিন্তু দুপুরের পর থেকে দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হয়। বৃষ্টির এই বিস্তৃতি আগামীকাল আরও বাড়বে। দেশের সামগ্রিক তাপমাত্রা কমে আসতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, আগামীকাল সোমবার দেশের কয়েকটি বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। এটি বিস্তৃত হয়ে মঙ্গলবার সারাদেশের অধিকাংশ স্থানে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে। বৃষ্টি হলে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’। এটি একটি তীব্র বজ্রবাহী আংশিক বৃষ্টিবলয়। ১২/১৩ মে শুরু হয়ে এটি ২০ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, দেশে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে ১৩ মের পর দুর্বল হতে শুরু করবে এবং ১৫ মে নাগাদ পুরোপুরি স্তিমিত হয়ে যাবে।
আজ সকাল নয়টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ।
এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৪২ ডিগ্রি সেলসিয়াস। গত চার দিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে চুয়াডাঙ্গায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীতে গতকাল বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর আজ দুপুর ১২টায় রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
(ঢাকাটাইমস/১১মে/মোআ)

মন্তব্য করুন