ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল শিশুসহ ৫

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথকস্থানে বজ্রপাতের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। রবিবার বিকালে জেলার নাসিরনগর ও আখাউড়ায় উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে নাসিরনগরের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রাপাতে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে মারা যান। এছাড়াও উপজেলার গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় ফসলি জমিতে কাজ করার সময় শামসুল হুদা নামে এক বজ্রপাতে মারা যান।
এ দিকে আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় জামির খাঁ এবং রুটি গ্রামে নিজ ধানি জমিতে কাজ করার সময় সেলিম মিয়া বজ্রপাতে নিহত হন।
আখাউড়া ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/১১মে/এসএ)

মন্তব্য করুন