অপারেশন সিঁদুরে এক শর বেশি ‘সন্ত্রাসবাদী’ নিহত, দাবি ভারত সেনাবাহিনীর

পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে চালানো অপারেশন সিঁদুরে ‘এক শর বেশি সন্ত্রাসবাদী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।
আজ রবিবার (১১ মে) সন্ধ্যায় দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লে. জেনারেল রাজীব ঘাই।
গতকাল (শনিবার) ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর ভারতের সামরিক বাহিনীর তরফে এটাই ছিল প্রথম সংবাদ সম্মেলন।
এতে ভারতের চালানো ‘অপারেশন সিন্দুরে’র নানা দিক নিয়ে সংবাদমাধ্যমকে ব্রিফ করা হয়।
এই প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ভারতের স্থলবাহিনীর তরফে মেজর জেনারেল এস এস সারদা, বিমানবাহিনীর তরফে এয়ার মার্শাল এ কে ভারতী এবং নৌবাহিনীর তরফে ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ।
গত ৭ মে ভারতীয় সেনারা সঠিক নিশানায় কেবল সন্ত্রাসবাদীদের ডেরায় হামলা চালিয়েছিল উল্লেখ করে লে. জেনারেল রাজীব ঘাই বলেন, ‘এই হামলায় শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে, যাদের মধ্যে ইউসুফ আজহার, আবদুল মালিক রউফ ও মুদসসির আহমেদ-এর মতো ‘হাই ভ্যালু টেররিস্ট’ও আছে।” এই তিন ব্যক্তি ১৯৯৯ সালে আইসি-৮১৪ বিমান অপহরণ আর ২০১৯-এ পুলওয়ামার হামলায় জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।
লে. জেনারেল রাজীব ঘাই আরও দাবি করেন, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের ৩৫ থেকে ৪০ জন সেনা সদস্য নিহত হন।
সংবাদ সম্মেলনে এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, পাকিস্তানি ড্রোন ভারতীয় বিমানবাহিনীর অনেকগুলো স্থাপনাকে নিশানা করলেও সেই হামলার সবগুলোই ইন্টারসেপ্ট করা সম্ভব হয়েছে এবং জমিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নৌবাহিনীর তরফে জানানো হয়, আরব সাগরে তাদের বহর অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং পাকিস্তানের করাচি বন্দর ছিল তাদের অন্যতম ‘টার্গেট অপশন’।
(ঢাকাটাইমস/১১মে/মোআ)

মন্তব্য করুন