আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনা তদন্তে তিন উপদেষ্টাকে নিয়ে কমিটি

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ১৯:২৪| আপডেট : ১১ মে ২০২৫, ২০:৫৩
অ- অ+

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুবারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ মে গভীর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে থাই এয়ার ওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন।

কমিটি যেসব বিষয়ে পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দেবেন, তার মধ্যে রয়েছে- আবদুল হামিদ বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গেছেন; এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না; কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করা।

কমিটির ক্ষমতার বিষয়ে বলা হয়েছে, তদন্তকাজে কমিটি প্রয়োজনীয় সব দলিলপত্র, যন্ত্রপাতি, সাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সংশ্লিষ্ট সব সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশ পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাধ্য থাকবে।

(ঢাকাটাইমস/১১মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়াল থাইল্যান্ড 
তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়: আমিনুল হক
নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়
জুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব, শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা