বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ১৯:৩৮
অ- অ+

পটুয়াখালী বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে মো. সবুজ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নূর মোহাম্মদ সরদার (৫০) ও মো. রুহুল আমিন (৩৭) নামে আরও দুই শ্রমিক।

রবিবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সবুজ দশমিনা উপজেলার বেতাগি এলাকার মো. কাদের চৌকিদারের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী। আহত নূর মোহাম্মদের বাড়ি বাউফল উপজেলার ছোট ছোটডালিমা গ্রামে ও রুহুল আমিনের বাড়ি সুলতান নগর গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও আহত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫-২০ দিন আগে নিমদি গ্রামের মো. বাবুল ব্যাপারীর কাঠের টিনশেড ঘরের নির্মাণ কাজ শুরু করেন ওই তিন শ্রমিক। ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ দুপুর দেড়টার দিকে তারা ঘরের টিনের ছাউনির কাজ করছিলেন। তখন অসাবধানতাবশত ঘরের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ তারের সঙ্গে জড়িয়ে তিন ব্যক্তিই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার বলেন, নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা