দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ২২:৫৬| আপডেট : ১১ মে ২০২৫, ২৩:৩১
অ- অ+

আওয়ামী লীগের সব কার্যক্রম বন্ধে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও সিদ্ধান্ত গ্রহণের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শনিবার রাতে প্রধান উপদেষ্টার কার‌্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়, জুলাই গণহত্যার বিচার না পর্যন্ত বিগত শাসক দল আওয়ামী লীগের সব কার্যক্রম বন্ধ থাকবে।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো। তবে সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে তার দল সাধুবাদ জানায় বলে জানান তিনি।

এ সময় জামায়াত আমির আগামীকাল সোমবার নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারির পর দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান।

জাতীয় নাগরিক কমিটির দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ জুলাই সনদ প্রণয়নের বিষয়ে সে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে জামায়াত আমির বলেন, সরকারের সদিচ্ছা থাকলে আগামী ৩০ কার্যদিবসের মধ্যেই সনদটি দেওয়া সম্ভব।

এদিকে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সব সহযোগী ও অঙ্গসংগঠনের কার্যক্রম বন্ধ রাখতে উপদেষ্টা পরিষদে সিদ্ধান্তে বিএনপি আনন্দিত বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

(ঢাকাটাইমস/১১মে/জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা