খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ১৮:৩২
অ- অ+

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসায় গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (৪৫) নামে এক গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে খিলগাঁও থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।

রবিবার খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঢাকা টাইমসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১৪ নম্বরের এল ব্লকে বাসায় ১২ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় একটি মামলা করেন তার বাবা। পরবর্তীতে ওই বাসায় অভিযান চালিয়ে গৃহকর্তা মাসুদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা দাউদ হোসেন জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর বাবা জানিয়েছেন, আমার এক আত্মীয়ের পরিচিত হওয়ার কারণে গত ১ মে মাসুদের বাসায় মেয়েকে কাজে পাঠিয়েছিলাম। কিন্তু ওই বাড়িতে যাওয়ার কিছুদিন পর আমার মেয়ের সঙ্গে মোবাইলে কথা বললে তাকে সেখান থেকে নিয়ে আসতে বলে। গত শুক্রবার মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে আসার পর সে অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে সে জানায়, গত ২ মে রাত ১২টার পর মাসুদ তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। পাশাপাশি ধর্ষণের ঘটনা কাউকে না জানানোর কথাও বলে মাসুদ।

পরে খিলগাঁও থানার পুলিশের দারস্থ হলে রাতেই মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি করেন ভুক্তভোগীর বাবা।

(ঢাকাটাইমস/১১মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে বজ্রপাতে তুলার গুদামে আগুন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি উন্নত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
ব্যাংককে মির্জা ফখরুলের চোখের অস্ত্রপাচার সম্পন্ন 
যাত্রাবাড়ীর দনিয়ায় ব্যবসায়ীর স্ত্রীকে তুলে নিল কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা