শ্রীপুরে বজ্রপাতে তুলার গুদামে আগুন

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৪ মে) দুপুর একটার দিকে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদের চালা এলাকায় এ বজ্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আকাশে হঠাৎ করে কালো মেঘ জমে এবং বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে সবুজ ভূঁইয়ার মালিকানাধীন একটি তুলার গুদামে আগুন ধরে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন বৃষ্টির মধ্যেই আগুন নেভাতে এগিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তুলার গুদামের মালিক সবুজ ভূঁইয়া জানান, দুপুরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে গুদামে আগুন লাগে। এতে আমার ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
(ঢাকাটাইমস/১৪মে/মোআ)

মন্তব্য করুন