ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১৪:৫৩
অ- অ+

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আগামী মাসের ক্লাব বিশ্বকাপে স্টেডিয়ামগুলোয় আর্জেন্টিনার ১৫ হাজারের বেশি সমর্থক নিষিদ্ধ থাকবেন। ইতিমধ্যে একটি তালিকা বুয়েনস আইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে হস্তান্তর করেছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুলরিচ। এদের সবার পরিচয়- ‘উগ্র ফুটবল সমর্থক।

বড় পরিসরে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপের প্রথম আসর হবে যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত। ৩২ দলের আসরে আর্জেন্টিনার ক্লাব আছে দুটি –বোকা জুনিয়র্স ও রিভার প্লেট।

যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে সমর্থকদের তালিকা দেওয়ার কারণ সংবাদমাধ্যমে ব্যাখ্যা করেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী। তিনি বলেন, ‘১৫ হাজারের বেশি লোক আছে এই তালিকায়, যারা স্টেডিয়ামগুলোতে নিষিদ্ধ থাকবেন। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে অপরাধে জড়ানো কোনো উগ্র লোক যেন এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে না পারে।’

মন্ত্রী জানান, আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোয় নিষিদ্ধ ব্যক্তিদের সনাক্তকরণে যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেই ‘ত্রিবুনা সেগুরা’ পদ্ধতি কাজে লাগিয়ে তালিকাটি প্রনয়ণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই সরকারের শুরুর থেকে ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি লোককে পর্যবেক্ষণ করেছে এই ‘ত্রিবুনা সেগুরা।’ এর মধ্যে ১ হাজার ১৬৬ জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করেছি আমরা।’

(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনার দাম কমে একদিন পরই বাড়লো, ভরি ১৬৯১৮৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
গরমে কাঁচা আম খাওয়ার স্বাস্থ্যগুণ জানলে চমকে উঠবেন
মধ্যরাত থেকে গাজায় তীব্রতর হামলা, নিহত ৫১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা