যাত্রাবাড়ীর দনিয়ায় ব্যবসায়ীর স্ত্রীকে তুলে নিল কারা?

রাজধানীর যাত্রাবাড়ীতে আমির হোসেন নামে এক ব্যবসায়ীর স্ত্রী রিজিয়া কায়সারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে দনিয়ার রসুলপুরে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশি সহায়তা চেয়ে থানাকে অবহিত করলেও তাতে সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন।
জানা গেছে, ব্যবসায়ী আমির হোসেন গত ১৩ এপ্রিল বিকাশ ব্যবসায়ী ফুয়াদ আলমের কাছ থেকে ১৩ লাখ টাকা লোন নেন। যা লিখিত আকারে চুক্তিও হয়। একমাস পর থেকে লভ্যাংশসহ টাকা পরিশোধের কথা ছিল। তবে দুই সপ্তাহ না যেতেই ফুয়াদ আলমের লোকজন টাকা ফেরত চেয়ে চাপ দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে আত্মগোপনে রয়েছেন আমির হোসেন।
এই ব্যবসায়ীর দাবি— তিনি লোন নিয়ে তা ব্যবসায়ে বিনিয়োগ করেছেন। তাই চুক্তির টাকা পরিশোধে ব্যর্থ হচ্ছেন। বিষয়টি ফুয়াদকে জানালে তিনি ক্ষিপ্ত হন। একপর্যায়ের তার বাড়িতে হামলা চালানো হয়। অবস্থা খারাপ দেখে তিনি আত্মগোপনে যান। কারণ আমাকে ক্ষতি করা হবে বলে বারবার হুমকি দেওয়া হচ্ছে। আর বাড়িতে হামলার কারণে সাত ও তিন বছরের দুই সন্তান ভয়ে আতঙ্কে রয়েছে।
ব্যবসায়ী আমির হোসেন বলেন, তিনদিন আগে আমার স্ত্রী বাজার করতে বের হয়েছিলেন। এসময় তাকে ফুয়াদ ও তার লোকজন বাজে কথাবার্তা বলে। এমনকি গায়ের ওড়না ধরেন টান দেয়। আজ সকালে ফুয়াদ তার দলবল নিয়ে বাড়িতে হামলা করে। পরে আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। সে কোথায় আছে, কেমন আছে আমি জানি না। মোবাইলও বন্ধ পাচ্ছি। বিষয়টি পুলিশকে জানিয়ে ফোন করলে পুলিশও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
আমির হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলামকে ফোন করা হলে তিনি বলেছেন— আপনার কাছে ফুয়াদ টাকা পাবে সেটা দেন, আমি কিছু করতে পারব না।
এদিকে আমির হোসেনের স্ত্রী রিজিয়ার অবস্থান জানতে ফোন করা হয় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. কামরুজ্জামান তালুকদার ঢাকাটাইমসকে বলেন, ‘আমি ডিসি অফিসে মিটিংয়ে আছি। পরিদর্শক (অপারেশন) বিষয়টি দেখছেন তার সঙ্গে কথা বলেন।’
পরিদর্শক খালিদ হাসান বলেন, ‘আমি সরাসরি ভুক্তভোগীর বাড়িতে গিয়েছিলাম। তখন তিনি বাসায় ছিলেন। এরপরে কি হয়েছে সেটা জানি না।’ কেন বাড়িতে হামলা হচ্ছে সেটা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন— ‘এখন আর এমন হামলা হবে না। আর রিজিয়া কায়সার আমাদের দৃষ্টিতে রেখেছি।’ অভিযোগ বিষয়ে ব্যবসায়ী ফুয়াদ হোসেনকে তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি তাতে সাড়া দেননি।
(ঢাকাটাইমস/১৪মে/এসএস/এমআর)

মন্তব্য করুন