কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১৭:৩৩
অ- অ+

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ উৎসব ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’র ৭৮তম আসর। এবারের আসরে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন অভিনেত্রী ও প্রযোজক খাদিজা পারভীন বর্ষা।

অভিনেত্রী জানিয়েছেন, আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। এ নিয়ে দ্বিতীয়বার কান ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন তিনি। এর আগে ২০২২ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে স্বামী অনন্ত জলিলসহ যোগ দিয়েছিলেন বর্ষা।

আয়োজনে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বর্ষার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানী রয়েছেন। আগামী ১৪ এবং ১৫ মে হবে অনুষ্ঠিত হবে এই আলোচনা পর্ব। এতে অংশ নিতে দুবাই থেকে ফ্রান্সের উদ্দেশ্যে আজই রওয়ানা দিচ্ছেন এ নায়িকা।

এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এমন আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। আলোচনায় বিশ্বে নারীদের অবস্থান, সিনেমাশিল্পে বাংলাদেশে নারীদের প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি বাংলা সিনেমা নিয়েও কথা বলব।’

সর্বশেষ তার অভিনীত ‘কিল হিম’ নামে একটি সিনেমা মুক্তি পায়। বর্তমানে এই অভিনেত্রী ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং করছেন।

(ঢাকাটাইমস/১৩মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধের হুঁশিয়ারি, উদ্বেগ প্রকাশ মেসেজিং অ্যাপটি
এবার অতি উচ্চগতির ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বর্ষায় যেভাবে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখবেন, জেনে নিন
তেহরানে রেডিওতে অল্পের জন্য রক্ষা পেলেন আট বাংলাদেশি সংবাদকর্মী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা