সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে ট্রাম্পের বৈঠক 

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৫, ১৬:৪৫
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো সিরিয়ান প্রেসিডেন্ট একজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন।

বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এছাড়াও বৈঠকে অনলাইনে যোগ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

বৈঠকের বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, প্রায় ৩৩ মিনিট দীর্ঘ বৈঠকে আল-শারাকে দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এছাড়াও সিরিয়ার আইএসআইএল-এর প্রত্যাবর্তন রোধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা

এ সময় আল-শারা বলেছেন, সিরিয়া থেকে ইরানি সেনা প্রত্যাহারের আলোকে এটি একটি সুযোগ এবং ‘সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র নির্মূলে ওয়াশিংটনের সঙ্গে একমত।

এরআগে গতকাল মঙ্গলবার বাশার আল–আসাদের শাসনামলে আরোপিত সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প।

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ বিষয়ে সৌদি ক্রাউন প্রিন্স ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আমার আলোচনায় তারা একমত পোষণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেব যেন তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। এই নিষেধাজ্ঞাগুলো একসময় জরুরি ছিল, কারণ সেগুলো বাশার আল–আসাদের সরকারের অপরাধ প্রতিরোধে ভূমিকা রেখেছিল। কিন্তু এখন সময় এসেছে সিরীয় জনগণের উন্নয়নের পথ প্রশস্ত করার।’

সূত্র: রয়টার্স

(ঢাকাটাইমস/১৪মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা