এক দফা দাবিতে নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৫, ১৮:১৮| আপডেট : ১৪ মে ২০২৫, ১৮:৪১
অ- অ+

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের করার একদফা দাবিতে কোনো রকম ঘোষণা ছাড়াই এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং কলেজ শিক্ষার্থীরা। অবরোধের ফলে শাহবাগ ও আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

বুধবার সকাল ১০টা দুপুর ১টা নাগাদ শিক্ষার্থীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে বের হন তারা। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেন। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এই প্রতিবেদন লেখার সময়ও তারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন।

শিক্ষার্থীরা বলছেন, এইচএসসি পাস করে নার্সিংয়ে পড়তে আসি আমরা। ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্সও করি। তারপরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না আমাদের। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। আমরা চাই, এটিকে ডিগ্রি সমমান করা হোক।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। পুলিশ তাদের সেদিকে যেতে বাধা দিয়েছিল। কাজ হয়নি। আমরা চেষ্টা করছি, শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দিতে।

(ঢাকাটাইমস/১৪মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা