বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ১৬:১৮| আপডেট : ১২ মে ২০২৫, ১৬:২৪
অ- অ+

বাংলাদেশের বোলিং কোচ হতে পারেন শন টেইট- এই গুঞ্জন বেশ কয়েক দিন থেকেই উড়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো, আন্দ্রে অ্যাডামসকে বিদায় দেওয়ার পর অস্ট্রেলিয়ান গতি তারকাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১২ মে) এক বিবৃতি দিয়ে টেইটকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এ মাসের শেষে দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি, টাইগারদের সঙ্গে কাজ করবেন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

চুক্তি করে টেইট বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। এটা প্রায়ই বলা হয়, পেসারদের মেধা আছে, এটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয়, জয়ের দিকে ফোকাস করা হয়। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত।’

ক্যারিয়্যারে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। আর অবসরের পর পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

এছাড়াও সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে টেইটের অধীনে দলটি লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। বিশেষ করে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন।

(ঢাকাটাইমস/০৮মে/এলকে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা