প্রথমবার আইসিসির মাসসেরা হলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৪ মে ২০২৫, ১৬:৪১
অ- অ+

জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত অলরাউন্ডার পারফর্ম করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার তারই ফল স্বরূপ প্রথমবারের মতো আইসিসির মাসসেরা নির্বাচিত হলেন বাংলাদেশি এই ক্রিকেটার।

আইসিসি এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করেছে। যেখানে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে হারিয়েছেন তিনি।

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে মিরাজ ব্যাট হাতে ৩৮.৬৬ গড়ে করেছেন ১১৬ রান। আর বল হাতে নিয়েছেন ১১.৮৬ গড়ে ১৫ উইকেট। সিরিজের প্রথম টেস্টের দুটি ইনিংসেই ফাইফারের দেখা পেয়েছেন মিরাজ। প্রথম ইনিংসে ৫২ রান দিয়ে তিনি দ্বিতীয় ইনিংসে খরচ করেন ৫০ রান। যদিও টেস্টটি হেরে যায় বাংলাদেশ; তবে মিরাজের বোলিং ছিল দুর্দান্ত।

সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে আলো ছড়ান মিরাজ। ১৬২ বলে ১০৪ রানের ইনিংসে বাংলাদেশকে এনে দেন লিড। বল হাতেও তিনি ছিলেন সফল। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩২ রান খরচায় নেন ৫ উইকেট। এই পারফরম্যান্সে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও নির্বাচিত হন তিনি। আর এবার হলেন আইসিসির মাসসেরা।

এর আগে মাত্র ২জন বাংলাদেশি ক্রিকেটার এই সাফল্য পেয়েছিলেন তারা হলেন, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এবার তৃতীয় জন হিসেবে এই তালিকায় নাম উঠলো মিরাজের।

(ঢাকাটাইমস/১৪মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা