ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

মার্কিন ডলারের দাম কত হবে সেটি বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় বাংকের গভর্নর বলেন, ‘এখন প্রবাসী আয় ভালো আসছে। রিজার্ভও স্থিতিশীল। উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরও বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়।’
বাজারভিত্তিক করার কারণে ডলারের মূল্য বাড়বে না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি, দাম এখনকার দামের আশপাশে থাকবে।’
প্রসঙ্গত, ডলারের দাম বাজারভিত্তিক করতে চাপ দিয়ে আসছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তাদের সঙ্গে বাংলাদেশের দর-কষাকষি চলছিল। এই শর্ত পূরণ না করায় সম্প্রতি আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।
এর মধ্যেই মঙ্গলবার জানা যায়, বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর একদিন না যেতেই ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
(ঢাকাটাইমস/১৪মে/এমআর)

মন্তব্য করুন