রাজধানী ঢাকায় কোথায় কোথায় কোরবানির পশুর হাট বসবে, জেনে নিন

কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান নর-নারীর ওপর কোরবানি ওয়াজিব। এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আলাইহিস সালাম থেকে সব যুগে কোরবানি ছিল। তবে তা আদায়ের পন্থা এক ছিল না। পশু জবাই করে কোরবানি করার মধ্যে আল্লাহ তা’আলার মহব্বতে নিজের সব অবৈধ চাহিদা ও পশুত্বকে কোরবানি করা এবং ত্যাগ করার হিকমত ও শিক্ষা রয়েছে। আল্লাহ তা’আলা আরো ইরশাদ করেন-(মনে রেখো, কোরবানির পশুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না; বরং তাঁর কাছে কেবলমাত্র তোমাদের পরহেজগারিই পৌঁছায়। (সূরা-হজ্জ: আয়াত-৩৭)
সুতরাং কোরবানি থেকে কুপ্রবৃত্তি দমনের শিক্ষা গ্রহণ করা উচিত। তাই কোরবানির মধ্যে ইবাদাতের মূল বিষয় তো আছেই, সেই সঙ্গে তাকওয়ার অনুশীলনও রয়েছে। কোরবানির ঈদ আনন্দময় হয় কোরবানির পশু দিয়েই। ঈদের আগে পরিবারে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় কোরবানির পশু ঘিরে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার ১৯টি অস্থায়ী পশুর হাট বসবে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বসবে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বসবে ৯টি অস্থায়ী হাট। ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করা যাবে।
অস্থায়ী ১৯টি হাট ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় স্থায়ী গাবতলী হাট এবং দক্ষিণ সিটির আওতায় স্থায়ী সারুলিয়া হাটেও কোরবানির পশু ক্রয়-বিক্রয় হবে। এ হিসেবে এবছর ঈদুল আজহায় রাজধানী ঢাকায় কোরবানির পশু কেনা-বেচার জন্য মোট ২১টি স্থানে হাট থাকবে। এছাড়া আদালতের নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়ায় এবার পশুর হাট বসবে না।
ডিএনসিসির ( ঢাকা উত্তর) অস্থায়ী ১০টি হাট
ভাটারা সুতিভোলা খালসংলগ্ন এলাকা
উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকা
বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের এম-৪, এম-৫ ও এন-৪ ব্লক (লেকের উত্তর পার্শ্বে আংশিক), সানভ্যালি (আংশিক) এলাকা
মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিংয় এলাকা
মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তাসংলগ্ন এলাকা
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন এলাকা
খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা
ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০নং সেক্টর রানাভোলা স্লুইসগেট পর্যন্ত এলাকা
মিরপুর কালশী বালুর মাঠ এলাকা
খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকা
ডিএসসিসির (ঢাকা দক্ষিণ) অস্থায়ী ৯টি হাট
উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশ এলাকা
পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড় এলাকা
দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও সনটেক মহিলা মাদ্রাসার পূর্ব পশ্চিম এলাকা
সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল
রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা
শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডসংলগ্ন এলাকা
ইন্সটিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশ এলাকা
কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশ এলাকা
আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পূর্ব পাশ এলাকা
(ঢাকাটাইমস/১৪ মে/আরজেড)

মন্তব্য করুন