আজ ৫০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করেছেন সেই আনিসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ১০:৩৭| আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:৪০
অ- অ+

রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা, যিনি এইচএসসির প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে না পেরে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন— এবার সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছালেন।

সোমবার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার দিন সকাল ৯টা ১০ মিনিটের দিকে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে প্রবেশ করেন আনিসা। পরীক্ষার সময় সকাল ১০টা হলেও তিনি প্রায় ৫০ মিনিট আগেই কেন্দ্রে পৌঁছে দেন মানসিক প্রস্তুতির নজির।

সকালে কেন্দ্রের সামনে গণমাধ্যমকর্মীদের চোখ ছিল আনিসার খোঁজে। অনেকের মনে প্রশ্ন ছিল— আসবেন তো আজ? তবে আনিসা এদিন কিছুটা গোপনীয়তা রক্ষা করে, মুখে মাস্ক পরে লোকচক্ষুর আড়ালে কেন্দ্রে প্রবেশ করেন।

গত ২৬ জুন (বৃহস্পতিবার) এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি আনিসা। ওই দিন সকালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছান আনিসা।

তবে কেন্দ্রে পৌঁছেও পরীক্ষায় অংশ নিতে না পারায়, একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। দেশজুড়ে সমবেদনার জোয়ার ওঠে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষ আনিসার প্রতি সহমর্মিতা জানিয়ে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি তোলেন।

পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা উপদেষ্টা গণমাধ্যমকে জানান, আনিসার বিষয়টি বিশেষ বিবেচনায় দেখা হবে।

মায়ের অসুস্থতা, সামাজিক চাপে মানসিক ধাক্কা— সব মিলিয়ে কঠিন পরিস্থিতি পার করেও আনিসা এখন দৃঢ় মনোবলে বাকি পরীক্ষাগুলোতে অংশ নিতে প্রস্তুত।

(ঢাকাটাইমস/২৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি নেতা আজিজের বিরুদ্ধে শাস্তির সুপারিশ গঠিত তদন্ত কমিটির
তামাক কোম্পানির মতামত না নিতে সরকারের প্রতি জোরালো দাবি ডর্‌পসহ বিভিন্ন সংগঠনের
ছাত্রদল নেতা সোহরাব হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
শপথ নিলেন হাইকোর্টের ২৫ নতুন বিচারপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা