রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ১০:৫৬| আপডেট : ১২ মে ২০২৫, ১১:০৬
অ- অ+

প্রথমে মোশাররফ করিম, এরপর শরিফুল রাজ। আসন্ন চলচ্চিত্র ‘ইনসাফ’-এ দুই অভিনেতার লুক প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনায়। এবার ‘ইনসাফ’র প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক প্রকাশ হলো। রবিবার সন্ধ্যায় ফারিণ অভিনীত ছবির চরিত্রটি সম্পর্কে ধারণা দিতে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, ফারিণের এক হাতে রক্তাক্ত কুড়াল, আরেক হাতে গোলাপ। চেহারায় চিন্তার ছাপ।

পোস্টারটি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয় মূলধারার বাণিজ্যিক সিনেমায় তার আগমনী বার্তা। ফারিণের লুক প্রকাশ করে পোস্টারে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই...’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।

গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে, অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’।

পরিচালক সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, মূলত মানবিক সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই ছবিটি। আর সেখানে জাহান চরিত্রে দেখা যাবে ফারিণকে। বলেছেন, ‘এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে। গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেইসঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি।’

(ঢাকাটাইমস/১২মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা