রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১৩:৫০
অ- অ+

সৌদি প্রো লিগে ইতিহাস গড়ল আল নাসর। সোমবার প্রিন্স হাতলুল বিন আবদুলআজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল আখদুদের বিপক্ষে ৯-০ গোলের রেকর্ড জয় তুলে নিয়েছে তারা, যা ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় জয়। সেটাও আবার দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই!

কোচ স্টেফানো পিওলি এই ম্যাচে শারীরিক ক্লান্তির কারণে রোনালদোকে বিশ্রাম দিয়েছেন। তবে তার অনুপস্থিতি আল নাসরের দাপট কমাতে পারেনি। জ্বলে উঠেছিলেন সেনেগাল তারকা সাদিও মানে, যিনি একাই চার গোল করেন।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আল নাসর। প্রথম ১৫ মিনিটে গোল না পেলেও ১৬তম মিনিটেই আইমান ইয়াহিয়া গোলের দেখা পান। এরপর জন ডুরান ও মার্সেলো ব্রোজোভিচ ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই স্কোরলাইন ৩-০ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সাদিও মানে পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করেন। প্রথমার্ধ শেষে আল নাসরের লিড দাঁড়ায় ৪-০।

বিরতির পরপরই দুরান নিজের দ্বিতীয় গোল করেন। মানে পরপর দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক, এরপর নিজের চতুর্থ গোল করে স্কোরলাইন দাঁড় করান ৮-০।

যোগ করা সময়ে মোহাম্মদ মারান আরেকটি পেনাল্টি থেকে গোল করে নিশ্চিত করেন ইতিহাস গড়া ৯-০ জয়।

এই জয়ের মাধ্যমে আল নাসর প্রমাণ করলো রোনালদোর অনুপস্থিতিতেও তারা বিপক্ষ দলকে পুরোপুরি নাস্তানাবুদ করতে সক্ষম।

(ঢাকাটাইমস/১৩মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান বাংলাদেশের
হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত
ঢাকাসহ ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজা দখলে ইসরায়েলি হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা