এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ১০:১১| আপডেট : ১২ মে ২০২৫, ১০:১৭
অ- অ+

অবশেষে হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার এই সিরিজের মূল ভূমিকায় আছেন মোশাররফ করিম। অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ।

এবার ‘বোহেমিয়ান ঘোড়া’তে ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি নিয়ে দর্শকদের চমক দিতে চান এই অভিনেতা।

অমিতাভ রেজা চৌধুরীর কমেডি ঘরানার ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের মূল ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে আছেন একঝাঁক অভিনেত্রী। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

‘মহানগর’র ওসি হারুন থেকে ‘মোবারকনামা’র মোবারক; মোশাররফ করিম এতদিন হইচইয়ের দর্শকদের মনে দাগ কেটেছেন তার সিরিয়াস ও ইনটেন্স চরিত্রে অভিনয় দিয়ে। ‘বোহেমিয়ান ঘোড়া’তে ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি হইচইয়ের দর্শকদের জন্য এক দারুণ চমক হতে যাচ্ছে।

অভিনীত চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সাথে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচই-এর সাথে আমার সম্পর্কটা তো বহুদিনের তাই এই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক “বোহেমিয়ান ঘোড়া”তে সম্পূর্ণ নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস।’

(ঢাকাটাইমস/১২মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহত ঢাবি শিক্ষার্থী সাম্যকে নিয়ে যা জানা গেল
বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা