জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

জবি প্রতিনিধি
  প্রকাশিত : ১৪ মে ২০২৫, ০৮:৫৩
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব বিভাগের পূর্বনির্ধারিত বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড মুহাম্মদ আনোয়ারুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক আনোয়ারুস সালাম মঙ্গলবার বলেন, “আগামীকাল (আজ বুধবার) সব পরীক্ষা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষক যদি মনে করেন ক্লাস নেবেন, সেটা নিতে পারেন। তবে পরীক্ষা যেহেতু একটা সেনসিটিভ ইস্যু, তাই আমরা চাই না কোনো শিক্ষার্থী পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকুক।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী পরীক্ষার তারিখ এবং সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে পরে জানিয়ে দেওয়া হবে। জরুরি ভিত্তিতে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বিষয়টি অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, ইউজিসি থেকে বাজেট বৃদ্ধি, অস্থায়ী হল, আবাসন ভাতাসহ চার দাবি বাস্তবায়ন না হওয়ায় ১৪ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক দিনের বয়কট শেষে আজ ঐকমত্য কমিশনের সংলাপে যাচ্ছে জামায়াত
ট্রাম্পের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির
ভোরে তুমুল বৃষ্টির মধ্যে এবার ২০ জনকে পুশ ইন করল বিএসএফ
বোমা মারলেও ভয় পাব না: বিচারপতি নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা