আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমন করিম গ্রেপ্তার

সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমন করিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার রাতে রাজধানীর গুলশান থেকে ডিবির উত্তরা বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে ডিবির একটি সূত্র।
ডিবি সূত্র জানায়, ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়ার নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গুলশান এলাকায় অভিযান চালায়। অভিযানে সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি মেরিনা জাহান কবিতার ছেলে সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবির এডিসি হেলালউদ্দিন ভূইয়া জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রসহ ডিএমপির ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা রয়েছে। তাকে কাল আদালতে তোলা হবে।
(ঢাকাটাইমস/১২মে/এলএম/এমআর)

মন্তব্য করুন