শুটিংয়ে দুর্ঘটনার শিকার তটিনী এখন কেমন আছেন

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১১:৫৬
অ- অ+

আসন্ন কোরবানির ঈদের একটি নাটকের শুটিং চলাকালে রোববার দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

শুটিং সেট থেকে বিষয়টি তার সহশিল্পী তৌসিফ মাহবুব গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় হাসপাতালে তটিনীকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাত খুব বেশি গুরুতর নয়।

এখন আগের চেয়ে এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী। তটিনী বলেন, ‘এখন কিছুটা ভালো আছি। তবে এখনও সুস্থ অনুভব করছি না, অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দু-একদিন একটু কষ্ট হবে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাল্লাহ।’

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। শুটিং চলাকালীন সময়ে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইটস্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরুতর চোট পান অভিনেত্রী। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কথা বলতে নিষেধ রয়েছে।

মন মঞ্জিলে নাটকটির পরিচালনায় রয়েছেন হাসিব হোসাইন রাখি।

(ঢাকাটাইমস/১৩মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টিপু আলম মিলনের গল্পে ঈদের নাটক ‘লন্ডনী জামাই’
প্রেমের গুঞ্জন: ইয়াশকে ‘ক্রাশ’ উল্লেখ করে যা বললেন তটিনী
ঈদে ইয়াশ-তটিনীর ‘প্রেম এসেছিল একবার’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা