ঈদে আসছে জোভান-নীহার ‘আশিকি’

ঈদুল আযহা উপলক্ষে দর্শকদের জন্য সিএমভি নিয়ে আসছে ভালোবাসা, স্বপ্ন আর সংগ্রামের গল্পে বিশেষ নাটক ‘আশিকি’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। পরিচালনা করেছেন ইমরোজ শাওন।
গল্পে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের ছেলে আশিক চরিত্রে জোভানকে। তিনি বাবার স্বপ্ন পূরণের আশায় শহরে এসে ভর্তি হন একটি কলেজে। মনের গহিনে লালন করেন বড় গায়ক হওয়ার স্বপ্ন। সেই কলেজেই পড়ে প্রভাবশালী ও ধনী পরিবারের মেয়ে জেস। তার পরিচয়, প্রতাপ আর দম্ভের কথা কলেজজুড়ে আলোচিত। তবে এটি কোন চিরাচরিত প্রেম-বিয়ে বা পালিয়ে যাওয়ার গল্প নয়, বরং এতে রয়েছে জটিল বাঁক, আবেগ, সংগ্রাম ও বিসর্জনের উপাখ্যান।
পারভেজ ইমামের লেখা চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন খায়ের খন্দকার। প্রযোজনা ও পরিবেশনায় রয়েছেন এসকে সাহেদ আলী পাপ্পু।
নির্মাতা ইমরোজ শাওন বলেন, “এই নাটকে একজন শিল্পীর স্বপ্নপূরণের সংগ্রাম যেমন আছে, তেমনি আছে একটি অসম প্রেমের জটিল রূপ। বাস্তবতা ও আবেগের মিশেলে তৈরি হয়েছে নাটকটি।”
সিএমভি জানিয়েছে, ঈদ উপলক্ষে তারা এক ডজন নাটক ও টেলিছবি প্রকাশ করতে যাচ্ছে। তারমধ্যে ‘আশিকি’ একটি বিশেষ চমক।
(ঢাকাটাইমস/২৭মে/আরকে)

মন্তব্য করুন