ম্যানইউকে হারিয়ে ১৭ বছরের ট্রফিখরা কাটাল টটেনহাম

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১১:২২
অ- অ+

ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে টটেনহ্যাম। এতে করে কেটেছে ১৭ বছরের ট্রফি খরাও।

অবশেষে অপেক্ষার অবসান ঘটলো টটেনহ্যামের। সবশেষ শিরোপা জিতেছিল ২০০৮ সালে। সেবার ইংলিশ লিগ কাপ জয়ের পর এটি স্পার্সের প্রথম শিরোপা এবং ১৯৮৪ সালের পর প্রথম ইউরোপিয়ান ট্রফি। এ নিয়ে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চারটি ম্যাচেই জয় পেল লন্ডনের ক্লাবটি, যা ক্লাব ইতিহাসে ইউনাইটেডের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণ মৌসুমে চার জয়ের রেকর্ড।

ম্যাচের শুরু থেকেই বল দখল থেকে আক্রমণ সবদিকেই এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরও স্রোতের বিপরীতে গিয়ে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের ফলাফল নির্ধারক গোলের দেখা পেয়ে যায় টটেনহ্যাম। ব্রেনান জনসনের প্রথমার্ধে করা একমাত্র গোলই শিরোপা ভাগ্য নির্ধারণ করে দিলো।

রেড ডেভিলরা একাধিকবার চেষ্টা চালায় ম্যাচের বাকি সময়ে। কিন্তু এই গোল আর শোধ দেওয়া সম্ভব হয়নি। ৬৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ ম্যানইউর রাসমুস হয়লুন।

নিজেদের ইতিহাসের অন্যতম কঠিন মৌসুমেই শেষ পর্যন্ত ট্রফির সোনালী হাসি হেসেছে স্পার্স। এই শিরোপা জয়ের মাধ্যমে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিটও নিশ্চিত হয়েছে অ্যাঞ্জ পস্তেকগলুর শিষ্যদের।

(ঢাকাটাইমস/২২মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামজা-সামিতদের ম্যাচের টিকিট বিক্রি শুরু ২৪ মে, সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা