কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন।
এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।
কামিশপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুর সোয়া ১২টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে, তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
এর আগে সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার ভাটারা থানায় দায়ের হওয়া এনামুল হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. বিল্লাল ভূইয়া নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ২২ মে তার জামিন শুনানির দিন ধার্য করেন। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হলে শুনানির তারিখের আগেই জামিন দেওয়া হয় অভিনেত্রীকে।
গত রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন এই নায়িকা। চেকপোস্টে যেতেই ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন তিনি। সেখানে জিজ্ঞাসাবাদের পর দুপুরে তাকে হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে। এরপর মিন্টো রোডে আরেক দফা জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানায় নায়িকার বিরুদ্ধে থাকা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগীর পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ বছরের ৩ মে তিনি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ মামলায় নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০মে/এমআর)

মন্তব্য করুন