শিল্পী আব্দুল আলীমের সাত পদক-পুরস্কার চুরি: ১৫ দিনেও উদ্ধার নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ০৮:৪৯
অ- অ+
ছবি সংগৃহীত

বাংলার মরমী শিল্পী আব্দুল আলীমের চুরি হওয়া স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ সাতটি মেডেল ও সম্মাননা স্মারক দুই সপ্তাহেও উদ্ধার হয়নি। গত ৮ মে রাজধানীর খিলগাঁওয়ে শিল্পীর মেজ মেয়ে আসিয়া আলীমের খিলগাঁওয়ের বাসা থেকে চুরি হয় পদকগুলো।

পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে চিহ্নিত করেছে তারা। করা হয়েছে। নিবিড় তদন্তে তাদের শনাক্তের চেষ্টা করছে।

চুরি যাওয়া পদক ও সম্মাননার মধ্যে রয়েছে ১৯৭৭ সালের একুশে পদক, ১৯৯৭ সালের স্বাধীনতা পুরস্কার, ১৯৬০ সালে পাকিস্তান প্রেসিডেন্টের তমঘা-ই-হুসন পদক, লাহোরের নিখিল পাকিস্তান সংগীত সম্মেলনে পাওয়া দুটি সম্মাননা স্মারকসহ সাতটি মেডেল। নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণের একটি গলার হার ও একটি কানের দুলও চুরি হয়।

পল্লিীগীতির এই কিংবদন্তি শিল্পীর মেয়ে আসিয়া আলীম গত ৮ মে সন্ধ্যায় বাসায় ফিরে তিনি ঘরের দরজার তালা ভাঙা এবং সবকিছু এলোমেলো দেখতে পান। খিলগাঁও সি ব্লকের পুনর্বাসন আবাসিক এলাকার তিনতলা বাড়ির নিচতলায থাকেন তিনি।

নিচতলায় অপর ইউনিটে শিল্পীর মেজ ছেলে সংগীতশিল্পী আজগর আলীম সস্ত্রী থাকেন। বাড়িটির ছয় ইউনিটে আব্দুল আলীমের পাঁচ সন্তান থাকেন।

ওই বাসার দোতলার বাসিন্দা আব্দুল আলীমের বড় ছেলে সংগীতশিল্পী জহির আলীম সংবাদমাধ্যমকে বলেন, বাসার পানি-গ্যাস বিলের প্রায় ১০ হাজার টাকা ছিল ওই কক্ষে, সেটি নেয়নি চোর। তবে পদক, স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

পদক উদ্ধারে সহায়তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে গেলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন বলে জানান জহির আলীম।

আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করে আসিয়া আলীম বলেন, বাবার মহামূল্যবান জিনিসগুলো ফিরে না পেলে সে কষ্ট সীমাহীন।

এই ঘটনার তদন্ত করছেন খিলগাঁও থানার এসআই নজরুল ইসলাম। তিনি সংবাদমাধ্যমকে বলেন, বাড়ির আশপাশের ফুটেজ দেখে অন্তত পাঁচজনকে সন্দেহ করা হচ্ছে। আমরা তাদের চেহারা পেয়েছি।

তবে সিসিটিভি ফুটেজে ছবি স্পষ্ট নয় জানিয়ে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন বলেন, মরমি কণ্ঠশিল্পীর পদক চুরির ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি দল করা হয়েছে। তারা নিবিড় তদন্তে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

(ঢাকাটাইমস/২২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হারানো বিড়াল সিম্বার খোঁজে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা
একদিন বন্ধের পর আখাউড়া বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু 
কারাগার ছাদে বসছে সোলার প্যানেল, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণের প্রত্যাশা
দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন বিস্তৃত করার নির্দেশ ইশরাকের, চলছে বিজয় মিছিলের প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা