দুই মামলায় সাবেক এমপি মমতাজের ৬ দিনের রিমান্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১৩:২৭| আপডেট : ২২ মে ২০২৫, ১৩:৩৮
অ- অ+

মানিকগঞ্জে হত্যা ও নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে মানিকগঞ্জ আদালতে আনা হয়।

এদিন বেলা ১১টার দিকে হরিরামপুরের একটি নাশকতার মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভী আক্তারের আদালতে হাজির করা হলে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সিংগাইরের একটি হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূরের আদালতে তোলা হলে আরও চার দিনের রিমান্ড দেওয়া হয়।

২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের স্বজন মজনু মোল্লা চলতি বছরের ২৫ অক্টোবর মমতাজ বেগমকে প্রধান আসামি করে মামলা করেন।

এছাড়া হরিরামপুরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরেকটি নাশকতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে, যা দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে আনার জন্য প্রিজনভ্যানে তোলার সময় জনতা মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।

(ঢাকা টাইমস/২২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলের নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেক বিতরণ
আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক
রংপুরে বৃষ্টিতে তলিয়ে গেছে জমির ফসল
রূপালী ব্যাংকের উদ্যোগে মুগদা হাসপাতালে সুপেয় পানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা